You are here
Home > প্রযুক্তি > হার্ড ড্রাইভ নয় এবার বাজারে আসছে ২টিবি পেনড্রাইভ

হার্ড ড্রাইভ নয় এবার বাজারে আসছে ২টিবি পেনড্রাইভ

হার্ড ড্রাইভ নয় এবার বাজারে আসছে ২টিবি পেনড্রাইভ

এক সময় কম্পিউটারের ফ্লপি ডিস্কে ১.৪৪ MB জায়গায় স্টোর করে রাখা হত রেজিউমে বা নিদেনপক্ষে এক খানি পাসপোর্ট সাইজ ছবি। সাইজ এখটু ছোট হলে ২টো ছবিও ধরে যেত। ক্রমে সিডিতে রাইট করার চল হল। সেখান থেকে ডিভিডি। সে সময়ও পেন ড্রাইভের চল ছিল। তবে একটু বেশি স্পেসযুক্ত পেন ড্রাইভের দাম সাধারণের আয়ত্তের মধ্যে ছিল না। ধীরে ধীরে প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে পেন ড্রাইভের দামও যেমন কমল, স্পেসও তেমন বাড়ল।

এখন তো ১২৮ GB বা ২৫৬ GB স্পেসের পেন ড্রাইভ হামেশাই দেখা যাচ্ছে। কিংসটন সম্প্রতি সব পেন ড্রাইভকে টেক্কা দিয়ে ২ টেরাবাইট পেনড্রাইভ বাজারে এনেছে। এতে এক্সটার্নাল হার্ডডিস্কের মতো আলাদা চার্জ করার প্রয়োজন নেই। শুধুমাত্র USB পোর্টে কানেক্ট করলেই হল। এ নাম দেওয়া হয়েছে ডেটা ট্রাভেলার আল্টিমেট জেনারেশন টেরাবাইট। ফ্ল্যাশ ড্রাইভটি USB 3.1 জেন 1 সাপোর্ট রয়েছে সঙ্গে।

প্রশ্ন আসতেই পরে এতে কী কী স্টোর করা যাবে? কতটা স্টোর করা যাবে? স্পেস তো আগেই জানেন। এ বার স্টোরেজের নমুনা শুনুন। ফুল HD 4K ভিডিয়ো ৭০ ঘণ্টা পর্যন্ত স্টোর করা যাবে। ড্রাইভটি তৈরি করা হয়েছে জিঙ্ক-অ্যালয় মেটাল কেসিংয়ে। যাতে হঠাৎ করে আসা কোনও আঘাত সহজে সহ্য করতে পারে। আগামী মাস থেকে বাজারে এই পেন ড্রাইভ চলে আসবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে। 1TB এবং 2TB ক্যাপাসিটি-র দুটি পেনড্রাইভই বাজারে আসবে। এর সঙ্গে ৫ বছরের ওয়ারেন্টি এবং বিনামূল্যে টেকনিকাল সাপোর্ট মিলবে।

Top