You are here
Home > প্রযুক্তি > ফেসবুকে বহুল ব্যবহৃত এই ছবির আসল কাহিনী জানেন?

ফেসবুকে বহুল ব্যবহৃত এই ছবির আসল কাহিনী জানেন?

ফেসবুকে বহুল ব্যবহৃত এই ছবির আসল কাহিনী জানেন

ক্রমাগত শেয়ার হয়ে চলে এই ছবি। যে কারণে ছবিটি ব্যবহৃত হয়, আসলে কিন্তু ব্যাপারটা মোটেও সেই রকম নয়।

সোশ্যাল মিডিয়ায় ‘সাকসেস’-এর মেমে হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এই ছবি। গুগল ইমেজ-এ ‘সাকসেস কিড’ লিখে সার্চ দিলে এই ছবিটিই বিভিন্ন এবং বিচিত্র বিভঙ্গে উপচে ওঠে।

জানা যাচ্ছে, ছবির শিশুটি মোটেই হাত মুঠো করে তার সফল্যকে সেলিব্রেট করছে না। শিশুটির নাম স্যাম। ছবিটি যখন তোলা হয়, তখন তার ১১ মাস বয়স। মায়ের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল সে। সমুদ্রতীরে পা রেখেই একমুঠো বালি তুলে নেয় স্যাম। তার পরে সেই মুঠো-ভর্তি বালি মুখে পুরতে উদ্যত হয়। মায়ের বকুনি, বালি খাওয়ার ধনুকভাঙা পণ ইত্যাদি মিলিয়ে যে অনির্বচনীয় অভিব্যক্তি ফুটে ওঠে, তাকেই ক্যামেরা-বন্দি করেন মা। তার পরে সেই ছবি সোশ্যাল মিডয়ায় পোস্ট হলে তা দাবানল হয়ে ছড়িয়ে যায়।

ভাল করে লক্ষ করলে স্যামের হাতে-মুখে বালি দেখতে পাওয়া যায় এই ছবিতে। কিন্তু ঘাড়ে ‘সাকসেস’-এর ট্যাগ চড়ে গেলে আর অন্য কিছু মাথায় থাকে নাকি!

Top