You are here
Home > জাতীয় > সিসিটিভিতে চট্টগ্রাম ছাত্রলীগ নেতা সোহেলের ছুরিকাঘাতকারী ‘শনাক্ত’

সিসিটিভিতে চট্টগ্রাম ছাত্রলীগ নেতা সোহেলের ছুরিকাঘাতকারী ‘শনাক্ত’

সিসিটিভিতে চট্টগ্রাম ছাত্রলীগ নেতা সোহেলের ছুরিকাঘাতকারী ‘শনাক্ত’

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রলীগ নেতা নাছিম আহমেদ সোহেলকে ছুরিকাঘাতকারীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, সোহান নামে ঐ বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র সোহেলকে ছুরি মেরেছে। সোহেলের কয়েকজন সহপাঠী ঐ ঘটনার ভিডিওচিত্র দেখে সোহানকে শনাক্ত করেছেন।

ঘটনার ভিডিওচিত্র পুলিশের হাতে রয়েছে জানিয়ে ওসি বলেন, এ পর্যন্ত গ্রেফতার পাঁচজনের মধ্যে চারজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে। তারা হলেন- আশরাফুল ইসলাম আশরাফ, ওয়াহিদুজ্জামান নিশান, মো. জিয়াউল হায়দার চৌধুরী ও এস এম গোলাম মোস্তফা। গ্রেফতার অন্যজন হলেন তামিউল আলম তামিম।

ঐ পাঁচজনসহ মোট ১৩ জনের নাম উল্লেখ করে নগরীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন সোহেলের বাবা আবু তাহের।

বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠান নিয়ে ছাত্রদের দুই গ্রুপে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মঙ্গলবার বিদায়ী অনুষ্ঠানের মহড়া চলছিল। এ সময় দুপুর একটার দিকে ১৫/২০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া কক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় চারজন গুরুতর আহত হন। এর মধ্যে সোহেল আহমেদকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিত্সক জানান, সোহেলকে এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

Top