You are here
Home > আন্তর্জাতিক > ভাইরাল মেয়র সাদিক খানের মন্দিরে যাওয়ার ছবি

ভাইরাল মেয়র সাদিক খানের মন্দিরে যাওয়ার ছবি

ভাইরাল মেয়র সাদিক খানের মন্দিরে যাওয়ার ছবি

ভোটে ফল বেরনোর ৩ দিন আগে লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান গিয়েছিলেন শহরের বিখ্যাত হিন্দু মন্দির শ্রী স্বামীনারায়ণে। আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কেন? এমন ধর্মীয় হানাহানির যুগে সম্প্রীতির নজির আর ক’ জন রাখতে পারেন।

তিনি শুধু মন্দিরে যাননি, তার সঙ্গে নিয়ম-নীতি মেনে শ্রদ্ধার সঙ্গে পুজোও করেন তিনি। সাদিক বলেন, ‘এই মন্দির লন্ডনে আমার অন্যতম প্রিয় জায়গা। আমি আগেও এখানে প্রায়ই আসতাম। মেয়র হিসাবে আমি এখানকার ভারতীয়দের পাশে দাঁড়াব। লন্ডনের সঙ্গে ভারতের সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তা অবশ্যই দেখব।’

পেশায় আইনজীবী সাদিক পরিবারের সঙ্গে ‘৭০-এর দশকে চলে আসেন লন্ডনে। তিনি বলেন, ‘এখানকার ভারতীয়দের সঙ্গে আমি বেশ মিল খুঁজে পাই। আমার পরিবারও ভালো রোজগার এবং জীবনের জন্য এখানে চলে আসে। ছোট থেকেই শিক্ষা এবং সব সম্প্রদায়ের প্রতি সম্প্রীতির আবহে বড় হয়েছি। আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে লন্ডনের বাসিন্দাদের সুরক্ষিত রাখা। মৌলবাদীদের ক্রমাগত বেড়ে চলা কার্যকলাপে মাঝে মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহর এবং আমি জোর গলায় বলছি আমি একজন ব্রিটিশ মুসলিম যে মৌলবাদী সংগঠনগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

Top