You are here
Home > আন্তর্জাতিক > কুকুরকে ধর্ষণ করে খুন!

কুকুরকে ধর্ষণ করে খুন!

কুকুরকে ধর্ষণ করে খুন

লালসা আর হিংস্রতার হাত থেকে রেহাই পেল না অবলা প্রাণীও। একটি কুকুরকে নৃশংস ভাবে ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করে, গাছে ঝুলিয়ে দিল এক ব্যক্তি।

ওয়াশিংটনের থার্স্টন কাউন্টিতে মৃত কুকুরটির দেহ উদ্ধার হলে এই ঘটনা প্রকাশ্যে আসে। খুনির সম্পর্কে কোনও রকম খোঁজ খবর দিলে বা তাকে খুঁজে পেতে সাহায্য করলে পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকার পশু সংরক্ষণ সংস্থা The Humane Society of the United States (HSUS)। পিট বুল প্রজাতির এই নারী কুকুরের শরীরে নৃশংস যৌন অত্যাচারের প্রমাণ পাওয়া গিয়েছে। আমেরিকার স্থানীয় সময় সোমবার সকালে এক মাউন্টেন বাইকার গাছে ঝুলন্ত অবস্থায় কুকুরটির দেহ প্রথম দেখতে পান।

HSUS-এর ওয়াশিংটন স্টেট ডিরেক্টর ড্যান পল বলেছেন, “এই ঘটনার বীভতসতা চমকে ওঠার মতো। এই অসহায় প্রাণী তার জীবনের শেষ সময়ে কতটা কষ্ট পেয়েছে, তা ভাবা যায় না। আর এই নৃশংস অত্যাচার যে করেছে, সে এখনও আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আশা করি অপরাধীকে শিগগিরই ধরা সম্ভব হবে।”

Top