You are here
Home > অবাক-বিস্ময় > চীনের পুকুরে ‘রহস্যময়’ গর্ত (ভিডিও)

চীনের পুকুরে ‘রহস্যময়’ গর্ত (ভিডিও)

চীনের পুকুরে ‘রহস্যময়’ গর্ত

দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের একটি পুকুরে হঠাত্ করেই  সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। আর এতে পুকুরের পানি শূন্য হয়ে যায়। পানির সঙ্গে সঙ্গে হারিয়ে যায় পুকুরে থাকা ২৫ টন মাছ।

পিপল ডট সিএনের বরাত দিয়ে ডিসকভারি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কী কারণে পুকুরের মধ্যে এই ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, পাশের খনির কারণে হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করছে।

স্থানীয় প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ২৪ মার্চ ভোর চারটার দিকে আশ্চর্যজনকভাবে পুকুরের পানি কমতে থাকে। সকাল নয়টার সময় পুকুরের বেশিরভাগ পানি শূন্য হয়ে যায়।

Top