You are here
Home > অবাক-বিস্ময় > ৮০ বছর বয়সে ৯ সন্তানের জন্ম দিলেন মা!

৮০ বছর বয়সে ৯ সন্তানের জন্ম দিলেন মা!

৮০ বছর বয়সে ৯ সন্তানের জন্ম দিলেন মা

একটি বা দুটি নয় একেবারে ৯টি বাচ্চার জন্ম দিয়েছে বৃদ্ধ মা৷ নিশ্চিন্তে তারা খেলে বেড়াচ্ছে৷ আশি বছরের মা সুইজ্যারল্যান্ডের বাসিন্দা৷ থাকে জুরিখ শহরের চিড়িয়াখানায়৷ এই বয়সে ৯টি সন্তানের জন্ম দিয়ে নজির তৈরি করেছে বিশালাকার ‘গ্যালাপাগোস কচ্ছপ’৷

ভারতে ৭২ বছরের স্ত্রী দলজিন্দর সিং গিল মাত্র একদিন আগেই সন্তানের জন্ম দিয়ে নজির তৈরি করেছেন৷ শুধু মানুষই রেকর্ড করবে আর পশুরা চুপ করে বসে থাকবে তাই হয় নাকি ?  তাই নজির তৈরি করল নিগরিটা৷ ৮০ বছরের চৌকাঠে পৌঁছে সে ৯টি ছানার জন্ম দিয়েছে৷ জুরিখ শহরের চিড়িয়াখানায় তাকে দেখতেই জমছে ভিড়৷

গ্যালাপাগোস প্রজাতির কচ্ছপ নিগরিটা ১৯৪৬ সালে এসেছিল জুরিখের চিড়িয়াখানায়৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রজাতির কচ্ছপ বাঁচে অন্তত ১৫০ বছর৷ সেই হিসেবে নিগরিটা এখনও ৭০ বছর দিব্বি হেসে খেলে বেড়াবে৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবসময় নজর রাখছেন নিগরিটার উপরে৷তার ছানারাও সুস্থ রয়েছে৷

Top