You are here
Home > অবাক-বিস্ময় > বাবা-ছেলে বিয়ে করলেন দুই বোনকে!

বাবা-ছেলে বিয়ে করলেন দুই বোনকে!

বাবা-ছেলে বিয়ে করলেন দুই বোনকে

বাংলাদেশের বিয়েতে বিয়ে নিয়ে কত কান্ডই না ঘটে। তবে এবার বিয়ে বাড়িতে দেখা গেল অন্য এক ঘটনা।

সম্প্রতি সৌদি আরবে ছেলের বিয়ে দিতে গিয়ে কনের বোনকে বিয়ে করতে বাধ্য হয়েছেন ছেলের বাবা। এমনটাই জানিয়েছে সে দেশের একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের জন্য মেয়ের বাড়িতে হাজির হন বর পক্ষ। ছেলের সঙ্গে বাবা ও তার পরিবার। সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখানে হঠাৎ বাধ সাধলেন মেয়ের মা। বড় মেয়েকে রেখে কিছুতেই ছোট মেয়ের বিয়ে হতে দেবেন না তিনি। এদিকে ছেলেও নাছোড়বান্দা। বিয়ে করেই বাড়ি ফিরবে সে। এখন বড় মেয়ের বর কোথায় পাওয়া যাবে? উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন স্বয়ং ছেলের বাবা। এই প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা। অতঃপর ছেলে এবং বাবার বিয়ে হয় একই বিয়ের মঞ্চে।

দক্ষিণ সৌদির জাজানে ঘটেছে এই চমকপ্রদ ঘটনা।

Top