You are here
Home > অবাক-বিস্ময় > প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করাল মা!

প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করাল মা!

ধর্ষণ

এও সম্ভব ! আজকালকার যুগে হয়তো সম্ভব। নাহলে জন্মদাত্রী মা কখনও নিজের মেয়েকে ধর্ষণ করাতে পারে ? এমনই ঘটনা ঘটেছে কুইনসল্যান্ডে। যেখানে মেয়ের ১৫তম জন্মদিনের আগের রাতে নিজের প্রেমিককে দিয়ে তাকে ধর্ষণ করাল মা।

সেদিন আগে থেকেই মেয়েকে অভিযুক্ত মহিলা বলে রেখেছিল, প্রেমিক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। কিন্তু, মানতে চায়নি ওই কিশোরী। যখন সে মায়ের বিছানায় শুয়েছিল, সেসময় একপ্রকার জোর করেই মেয়ের অন্তর্বাস খুলে দেয় মা। তারপর অভিযুক্ত মহিলার প্রেমিক তাকে ধর্ষণ করে। এমনকী, এই ঘটনা বাইরে কাউকে বললে তাকে খুনের হুমকিও দেওয়া হয়।

যদিও ঘটনা চেপে রাখেনি ওই কিশোরী। পুলিশে অভিযোগ দায়ের করে সে। পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তদের। কুইনসল্যান্ড আদালতের বিচারক দুই অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।

Top