You are here
Home > বিনোদন > নিজের আত্মহত্যা-প্রবণতা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

নিজের আত্মহত্যা-প্রবণতা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra

প্রত্যুষা বানার্জীর আত্মহত্যার ঘটনা সামনে আসার পরেরদিন প্রিয়াঙ্কা চোপড়ার প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু দাবি করেন প্রিয়াঙ্কাও নাকি কেরিয়ারারে শুরুতে তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। প্রিয়াঙ্কা এতদিন চুপ ছিলেন। কিন্তু অবশেষে উনি এই বিষয় নিয়ে মুখ খুললেন।

প্রিয়াঙ্কা জানিয়েছেন ‘ প্রথমতঃ ওইরকম একটা লোকের কথা বিশ্বাস কী করে করলো‚ মিডিয়ার কাছে এটা প্রশ্ন আমার । ও জেলে ছিল আমাকে হ্যারাস করার জন্য। মিডিয়ার কাছে একটাই অনুরোধ দয়া করে যে আমার সম্বন্ধে এমন বলেছে তার ব্যাপারে সঠিক খোঁজ খবর নিয়ে তবেই এমন খবর প্রকাশ করুন । দ্বিতীয়ত যে ব্যাক্তি কে বিশ্বাস করা যায় না তার কথাও বিশ্বাসযোগ্য নয় ।’

এছাড়াও প্রিয়াঙ্কা যুবক-যুবতীদের উদ্দেশ্য বলেছেন যে নিজেদের জীবন শেষ না করে যার জন্য এমনটা হয়েছে তাকে শেষ করে দেওয়া উচিত । প্রিয়াঙ্কার কথায়, আজকাল যুবক যুবতীরা সহজেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে । আমার বিশ্বাস অন্য কারুর জন্য ওরা এমন পদক্ষেপ নিচ্ছে । আমি হলে কারুর জন্য নিজের জীবন শেষ না করে সেই ব্যক্তির জীবন নিয়ে নিতাম।

Top