You are here
Home > বিনোদন > ভরা অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে এড়িয়ে গেলেন অভিষেক! (ভিডিও)

ভরা অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে এড়িয়ে গেলেন অভিষেক! (ভিডিও)

ভরা অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে এড়িয়ে গেলেন অভিষেক

অভিষেক নাকি ‘সর্বকালের সেরা স্বামী’, অন্তত এমনটাই দাবি করেন তার স্ত্রী ঐশ্বরিয়ার। এতদিনের দাম্পত্যে তাদের নাকি কখনওই ঝগড়া হয়নি।

তবে সম্প্রতি ‘সরবজিৎ’-এর ট্রেলারে যেন এক অন্য দাম্পত্যের ছবি দেখলেন দর্শক।

ট্রেলার অনুষ্ঠানে ঐশ্বরিয়া বারবার ডাকলেও তার পাশে দাঁড়াতেই চাইছিলেন না অভিষেক বচ্চন!

বিষয়টা ঠিক কী?

সম্প্রতি ‘সরবজিৎ’-এর ট্রেলারের রেড কার্পেটে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। সেখানে ঐশ্বরিয়ার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে একটু যেন অস্বস্তি হচ্ছিল অভিষেকের। নায়িকার ডাকও কেমন যেন এড়িয়ে গেলেন তিনি!

এ সব দেখেই জোর গুজব শুরু হয়েছে— অভিষেক-ঐশ্বরিয়ার কি ঝগড়া হয়েছে? কোনও বিষয়ে কি মতের অমিল হল তাদের? প্রকাশ্যে তো কখনও ঐশ্বরিয়ার সঙ্গে কখনও এমন ব্যবহার করেননি তিনি!

Top