You are here
Home > বিনোদন > একটা ঘরের মধ্যেই তৈরি হয়েছিল পুরো ‘জঙ্গল বুক’!

একটা ঘরের মধ্যেই তৈরি হয়েছিল পুরো ‘জঙ্গল বুক’!

একটা ঘরের মধ্যেই তৈরি হয়েছিল পুরো ‘জঙ্গল বুক’

বাগিরার সঙ্গে গাছের ডাল ধরে ধরে লাফ দিয়ে জঙ্গল পাড়ি দিচ্ছে ছোট্ট মোগলি। বালুর পেটে চড়ে মোগলির সেই জল ছিটিয়ে স্নান। আবার বাঁদর দলের খপ্পরে পড়ে কিং লুইয়ের প্রাসাদে মৃত্যুর মুখোমুখি সে। আবার কখনও দাবানলের মধ্যে শের খানের সঙ্গে দুঃসাহসিক লড়াই। সিনে পর্দায় এই ছবি দেখে কখনও শিউরে উঠেছি আমরা। আবার কখনও নিখাদ ভালবাসায় মোগলি, রক্ষা, বালু, বাগিরা, মোগলির ভাইবোনেদের বড্ড আপন মনে হয়।

মনে হয় সত্যি যেন পৌঁছে গিয়েছি আকিলা, কা, ইক্কিদের দেশে। কিন্তু কেমন ভাবে তৈরি হল এমন অসাধারণ পটভূমি? যা দেখে বিশ্বাস করতে ইচ্ছা করে হয়তো কোথাও সত্যি রয়েছে মোগলিদের দেশ!

কিন্তু দেখলে অবাক হতে হয় কেমন করে একটি মাত্র ঘরের মধ্যেই তৈরি হয়েছিল গোটা ‘জঙ্গল বুক’ ছবি। লস অ্যাঞ্জেলসের ওয়্যারহাউসে হয়েছিল জন ফ্যাবরু পরিচালিত  ‘জঙ্গল বুক’-এর শুটিং। ভিডিওতে দেখে নিন কী ভাবে তৈরি হয়েছিল এই ছবি।

Top