You are here
Home > বিনোদন > ৬৩তম ভারতীয় জাতীয় পুরস্কার: সেরা অভিনেতা অমিতাভ, অভিনেত্রী কঙ্গনা

৬৩তম ভারতীয় জাতীয় পুরস্কার: সেরা অভিনেতা অমিতাভ, অভিনেত্রী কঙ্গনা

৬৩তম ভারতীয় জাতীয় পুরস্কার: সেরা অভিনেতা অমিতাভ, অভিনেত্রী কঙ্গনা

ঘোষিত হল ভারতের এ বছরের জাতীয় পুরস্কার প্রাপকদের নাম। এ বছর সেরা অভিনেতার পুরস্কার পাবেন অমিতাভ বচ্চন। সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বাংলায় সেরা ছবি নির্বাচিত হয়েছে শঙ্খচিল।

আজ পরিচালক রমেশ সিপ্পি ও পরিচালক-প্রযোজক সতীশ কৌশিক জাতীয় পুরস্কার প্রাপকদের নামের তালিকা তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অরুণ জেটলির হাতে।

৬৩তম জাতীয় পুরস্কারে এ বছর পিকুর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাবেন অমিতাভ। কঙ্গনা পাবেন তনু ওয়েডস মনু রিটার্নসের জন্য। সেরা ছবি হিসেবে পুরস্কার পাবে বাহুবলী। বাজিরাও মস্তানি ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পাবেন সঞ্জয় লীলা বনশালী।

এক নজরে পুরস্কার তালিকা-
সেরা অভিনেতা: অমিতাভ বচ্চন
সেরা অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত
সেরা পরিচালক: সঞ্জয় লীলা বনশালী

সেরা ছবি: বাহুবলী
সেরা বাংলা ছবি: শঙ্খচিল
সেরা হিন্দি ছবি: দম লাগাকে হেইশা

সেরা সহ অভিনেতা: সামিথিরাকানি (ভিসারানি)
সেরা সহ অভিনেত্রী: তনভি আজ়মি (বাজিরাও মস্তানি)

সেরা কোরিওগ্রাফি: রেমো ডি সুজ়া (দিওয়ানি মস্তানি)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: ইলাইয়ারাজা (থারাই থাপ্পাট্টিয়াই)
সেরা মিউজ়িক ডিরেকশন: এম জয়চন্দ্রন (ইন্নু নিন্তে মোইদেন ছবির কাথিরুনু কাথিরুনু)
সেরা কস্টিউম ডিজ়াইনার ও মেক আপ আর্টিস্ট: নানক শাহ ফকির
সেরা এডিটিং: কিশোর টি ই (ভিসারানি)
সেরা চিত্রনাট্য: জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চট্টোপাধ্যায় (বাজিরাও মস্তানি)

সেরা শিশু চলচ্চিত্র: দুরন্ত
পরিবেশ সচেতনার উপর নির্মিত সেরা ছবি: ভালিয়া চাইরাকুল্লা পাক্ষিকাল
সমাজ সচেতনতামূলক সেরা ছবি: নিরনায়াকাম

নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম: নানক শাহ ফকির

সেরা পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট: বজরঙ্গি ভাইজান

ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ: নীরজ ঘাওয়ান (মাসান)

স্পেশাল মেনশন: ঋতিকা সিং (ইরুধি সুত্তারু)
স্পেশাল মেনশন: জয়সূর্য (সু সু সুধি ভাথমেকাম ও লুক্কা ছুপি)
স্পেশাল মেনশন: রিঙ্কু রাজগুরু (সইরাট)

Top