You are here
Home > ঢাকার খবর > এবার একই কান্ড ঘটাল রাজউকের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী, প্রকাশ্যে প্রেমিকের প্রস্তাব ও চুমো (ভিডিও)

এবার একই কান্ড ঘটাল রাজউকের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী, প্রকাশ্যে প্রেমিকের প্রস্তাব ও চুমো (ভিডিও)

এবার একই কান্ড ঘটাল রাজউকের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী, প্রকাশ্যে প্রেমিকের প্রস্তাব ও চুমো

ঢাকা কমার্স কলেজের প্রেমের প্রস্তাব নিয়ে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ঢাকাতে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব। তাদের ভিডিওটি দেখে এটা বুঝা যায়, কমার্স কলেজের ঘটনাটিকে তারা ঘৃনার দৃষ্ঠিতে না দেখে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে।

ভিডিওতে দেখা যায় কয়েকজন ছেলেমেয়ে রাস্তায় দাড়িয়ে বেস্ট ওফ লাক বলে চিৎকার করছে এবং রাজউকের ড্রেস পড়া দুই জন ছাত্রী রিক্সা থেকে নামলে তাদের নিয়ে কথা বলে। একটু পর ওরা কাছে আসলে দেখা যায় একটি ছেলে ফিল্মি কায়দায় হাটু গেড়ে মেয়েটিকে প্রোপোস করে এবং মেয়েটিও এতে সাড়া দেয়।

এর পর দুজন দুজনাকে জরিয়ে ধরে চুমো দেয় এর পর মেয়েটিকে ছেলের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়।

এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হিসেবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নানা রকম মন্তব্য আসছে ব্যবহারকারীদের কাছ থেকে। তবে মাত্র ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর এমন কান্ড হতবাক করেছে সবাইকে। বিষয়টিকে সবাই আমাদের বর্তমান সমাজের অধ:পতনের একটি সামাজিব নজির হিসেবেই দেখছে সবাই।

Top