You are here
Home > ঢাকার খবর > রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান ফাঁড়ির ইনচার্জ নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান ফাঁড়ির ইনচার্জ নিহত

road-accesident

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

রোববার রাতে  সোয়া ১১টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ডিউটি শেষে রাত সোয়া ১১টায় মোরটসাইকেলে করে এয়ারপোর্টের বাসায় যাচ্ছিলেন গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম। খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে স্লিপ কেটে তিনি পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বাড়ি পাবনার বেড়া উপজেলায় বলেও জানান এসআই হারুন।

Top