You are here
Home > সারাদেশ > নাট্যকলায় পদক প্রাপ্তিতে বোরহান উদ্দিনকে সম্মাননা জানাল দিনাজপুর ইন্সিটিটিউট

নাট্যকলায় পদক প্রাপ্তিতে বোরহান উদ্দিনকে সম্মাননা জানাল দিনাজপুর ইন্সিটিটিউট

নাট্যকলায় পদক প্রাপ্তিতে বোরহান উদ্দিনকে সম্মাননা জানাল দিনাজপুর ইন্সিটিটিউট

সম্প্রতি নাট্যকলায় বিশেষ অবদানের জন্য কাজী বোরহান উদ্দীন সম্মানিত হয়েছেন ‘শিল্পকলা পদক ২০১৫’এ। ৫ই মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ শিল্পীর হাতে ‘শিল্পকলা পদক ২০১৫’ তুলে দেন।

তার এই পদক প্রাপ্তিতে তাকে সম্মাননা জানাল দিনাজপুর ইন্সিটিটিউট। গত ২৮ মে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে  শিল্পীর সম্মানে  ‘‘সম্মাননা জ্ঞাপন ও ৭৯তম জন্মদিন” উদযাপন করে দিনাজপুর ইন্সিটিটিউট।

প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইন্সিটিটিউটের সম্মানিত সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর ইন্সিটিটিউটের সম্পাদক জনাব অবদুস সামাদ, আলতাফ আলী, শাহজাহান শাহ্, মীর্জা আনারুল ইসলাম, আবু তালেব তনু, খাইরুল আনাম প্রমূখ।

প্রসঙ্গত, বিখ্যাত নাট্যদল ’দিনাজপুর নাট্য সমিতি’র সদস্য হওয়ার মাধ্যমে তিনি প্রথম কোনো পেশাদারী নাট্যসংগঠনে প্রবেশ করেন। পরবর্তীতে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি হিসেবে দীর্ধদিন দায়িত্ব পালন করেছেন।

Top