You are here
Home > সারাদেশ > হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

বজ্রপাত

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৫ জন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রসহ প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের সময় সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক আবিদ আলী (২২) স্থানীয় ঘুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটছিলেন। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান আলী (৪০) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা মশ্বব আলীর ছেলে দিনমজুর শফিকুল ইসলাম (৩২) গ্রামের নিটকবর্তী স্থানে মাটি কাটছিলেন। দুপুরে ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এছাড়াও বজ্রপাতে একটি গরু মারা যায়। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে প্রচন্ড ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক গাছ উপড়ে গেছে। তবে বিস্তারিত ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।

Top