You are here
Home > খেলা > শচীনের বলে আউট কেট মিডলটন!

শচীনের বলে আউট কেট মিডলটন!

শচীনের বলে আউট কেট মিডলটন

সাতদিনের ভারত এবং ভুটান সফরে এসেছেন ব্রিট্রিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। প্রথমদিনই মুম্বাইয়ের ওভাল স্টেডিয়ামে দুস্থ শিশুদের সঙ্গে ক্রিকেট এবং ফুটবল খেলায় মেতে উঠেন ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ।

ভারতের তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার শিশুদের সঙ্গে দেখা করেন ব্রিটিশ রাজ দম্পতি। সঙ্গে সস্ত্রীক উপস্থিত ছিলেন শচীনও। মুম্বাইয়ের ওভাল স্টেডিয়ামে প্রথমে শিশুদের সঙ্গে এবং পরে শচীনের সঙ্গে খেলায় মেতে ওঠেন এই দম্পতি। খেলোয়াড় হিসেবে ভালোই করেছেন এরা, এমন মত কিংবদন্তী ক্রিকেটার শচীনের।

শচীন বলেন, ‘ভাল ভাবেই পাশ করে গিয়েছেন তাঁরা। যদিও ক্রিকেটার হিসেবে ডিউক নয়, ডাচেসকেই এগিয়ে রাখবো। শুধু ব্যাট নয়, বোলিং, ফিল্ডিং সবেই বেশ পারদর্শী কেট।’

শচীন আরও বলেন, ‘ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের সঙ্গে দেখা হওয়াটা দুর্দান্ত অভিজ্ঞতা। অসাধারণ জুটি এবং অত্যন্ত নম্র।’

এই দুঃস্থ শিশুদের সাহায্যে রাতে তাজ হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শচীন ছাড়াও উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, হৃতিক রোশন, ফারহান আখতারসহ অনেকেই।

রাজ-দম্পতির মুখপাত্র জানান, ‘দেশটাকে আরও কাছ থেকে নিবিড় ভাবে দেখতে চান ওঁরা। জানতে চান, প্রত্যেকটা চ্যালেঞ্জের সঙ্গে মুখোমুখি হয়েও কী ভাবে এগিয়ে চলেছে ভারত।’

ডিউক এবং ডাচেস অব কেমব্রিজের ভারত সফরের শুরুতে তাজ হোটেলে জঙ্গি হামলার নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানান।

Top