You are here
Home > খেলা > স্পিনারদের প্রশংসায় বিরাট কোহালি

স্পিনারদের প্রশংসায় বিরাট কোহালি

নিউজ ডেস্কঃ টসে জিতে ভুবনেশ্বর কুমারের হাতে বল তুলে দেওয়ার সময় বিরাট কোহলি হয়তো একটি কথাই বলেছিলেন, ‘হাশিম আমলাকে আউট কর, বাকিটা বুঝে নিচ্ছি।’ বাইশ গজের চরিত্র যাই হোক না কেন, তাঁর দুই রিস্ট স্পিনার যে কোনও পিচে বল ঘোরাতে পারেন বলে মনে করেন বিরাট কোহালি।
১১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গেল ডান ও বাঁ হাতি লেগ স্পিনে। ১১৮ রানে অলআউট মার্করামের দল। এমন তাণ্ডব চালাতে মাত্র ১৪.২ ওভার বল করতে হয়েছে ভারতীয় দুই লেগিকে। ২২ রানে ৫ উইকেট চাহালের, ২০ রানে ৩ উইকেট যাদবের।

রবিবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জিতে সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার পরে কোহালি বলেছেন, ‘‘সেঞ্চুরিয়নের পিচটা ডারবানের চেয়ে শক্ত ছিল। স্পিনাররা সেটা কাজে লাগিয়েছে। আমরা জানতাম, পিচে ঘাস থাকবে না। কারণ বল যদি সিম করে, তা হলে যে কেউ ম্যাচটা জিততে পারে। পিচ শক্ত এবং শুকনো ছিল। আসলে আমাদের এই দুই স্পিনার যে কোনও পিচেই বল ঘোরাতে পারে। ওরা কোনও সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকাকে।’’

টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার ব্যাপারে কোনও দ্বিধাই ছিল না কোহালির। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘আমাদের সামনে যদি কোনও নির্দিষ্ট লক্ষ্য থাকে, তা হলে আমরা জানি, কী করতে হবে। শুরুতে রোহিত এবং শিখর যে ভাবে খেলছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আগের ম্যাচেও রোহিত এবং শিখর খুব ভাল শুরু

Top