You are here
Home > খেলা > অবশেষে চলেই গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী

অবশেষে চলেই গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী

মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী

দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাস জনিত রোগে ভুগে অবশেষে চলে গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী।

শুক্রবার ৭৪ বছর বয়সে তিনি মারা যান (ইন্নালিল্লাহে…রাজিউন)।

মোহাম্মদ আলীর পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফনিক্স এরিয়া হাসপাতালে চিকিৎসা চলাকালে মারা যান তিনি।

আলীর পরিবারের মুখপাত্র বব গানেল জানান, ৩২ বছর ধরে পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন তিনি। সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়।

১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিল শহরে জন্মগ্রহণে করেন তিনি। তার শেষকৃত্য এ শহরেই সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার।

জন্মসূত্রে খ্রিস্টান হলেও ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। যার ফলে মুসলিম বিশ্বে তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়।

মোহাম্মদ আলী ছিলেন পেশাদার হেভিওয়েট বক্সিংয়ের সর্বকালের অন্যতম সেরা বক্সিং তারকা। তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন আলী ১৯৬০ সালে জিতেছিলেন অলিম্পিক সোনা। ১৯৯৯ সালে মুহাম্মদ আলীর নাম স্পোর্টস ইলাট্রেটেড স্পোর্টসম্যান অব দ্যা সেঞ্চুরি হিসেবে ঘোষণা করে বিবিসি।

শুধু খেলার মাঠেই নয়, রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন আলী। ১৯৬৪ সালে ইসলামি সংগঠন নেশন অব ইসলামের সঙ্গে যুক্ত হন তিনি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মোহাম্মদ আলী।

Top