You are here
Home > খেলা > ওমরাহ পালন করলেন জার্মান তারকা মেসুত ওজিল

ওমরাহ পালন করলেন জার্মান তারকা মেসুত ওজিল

ওমরাহ পালন করলেন জার্মান তারকা মেসুত ওজিল

ওমরাহ হজ পালন করলেন জার্মান তারকা মেসুত ওজিল। ইউরো শুরু হতে এখনও বেশ কয়েক দিন বাকি রয়েছে। এই ছুটিতে ওমরাহ করলেন এই জার্মান তারকা।

ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের হয়ে অসাধারণ এক মৌসুম পার করেছেন ওজিল। দ্বিতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করেছে তার দল। তার সঙ্গে লেস্টার সিটির রিয়াদ মাহরেজ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার আদনান জানুজাজও ওমরাহ হজ পালন করেছেন।

মূলত কয়েকদিন আগে সৌদি আরব এবং জর্ডান ভ্রমণে যান ‘এসিস্ট কিং’ খ্যাত ওজিল। সেখানে উঠতি ফুটবলারদের উৎসাহ দিতে তাদের সঙ্গে সময় কাটান। পরামর্শ এবং প্রশিক্ষণ দিতেও পিছপা হননি। সেই ভ্রমণের ফাঁকেই ওমরাহ হজ করেন তিনি।

Top