
ফুটবল বিশ্বে অন্যতম সেরা ক্লাবগুলির মধ্যে একটি হল রিয়াল মাদ্রিদ৷ কিন্তু বিশ্বজোড়া ‘সন্ত্রাসের মুখ’ আইএসএস জঙ্গিদের আক্রমনের মুখে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-গ্যারেথ বেলদের ক্লাবের সমর্থকরাও৷ ইরাকের রাজধানী বাগদাদ থেকে মাত্র ৭৭ মাইল উত্তরে অবস্থিত সামারাতে তিন আইএস জঙ্গির আক্রমনে প্রাণ হারালেন ১৪ জন রিয়াল সমর্থক৷ আহত আরও ২০ জন৷
এদিন প্রিয় ক্লাবের পুরানো ম্যাচের ভিডিও রেকর্ডিং দেখতে জনা-পঞ্চাশেক রিয়াল সমর্থক একটি ক্যাফেতে জড়ো হয়েছিলেন৷ সেখানেই তিন জঙ্গি একে-৪৭ বন্দুক নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে৷ এর ফলে সেখানে উপস্থিত লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের মধ্যে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হন৷ সামারার রিয়াল মাদ্রিদ সাপোর্টা’স ক্লাবের সভাপতি জিয়াদ সুভান জানান,‘ইসলামি জঙ্গিগোষ্ঠীর ওই দলটি হঠাৎ করেই ক্যাফেতে ঢুকে পড়ে এবং উপস্থিত মানুষগুলোর উপর এলোপাথাড়ি গুলি চালায়৷ আসলে ওরা ফুটবল পছন্দ করে না৷ ওদের মতে, এটি ইসলাম বিরোধী কাজ৷ সেজন্যই এরকম আক্রমন করা৷ ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷’
এই ঘটনার ঘণ্টাখানেক পরে ওই জঙ্গি দলের মধ্যে একজনের পিছু ধাওয়া করে স্থানীয় পুলিশ ও সেনা জওয়ানরা তাঁকে ঘিরে ফেলে৷ তাঁদের হাত থেকে বাঁচতে ওই জঙ্গি একটি বাজারে বিস্ফোরণও ঘটায়৷ ফলে সেখানেও চারজন নিহত ও দু’জন আহত হয়েছে৷ শুক্রবার সকালে ওই জঙ্গির ঝলসানো মৃতদেহ ওই ক্যাফের বাইরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ স্থানীয়দের মতে, ওই আইএস জঙ্গি স্থানীয়দের হাতে ধরা পড়ে তার কৃতকর্মের কথা স্বীকার করে নেয়৷ যার শাস্তি হিসেবেই তাঁকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে৷
তবে একজনকে শাস্তি দিতে পারলেও শান্ত হননি স্থানীয় মানুষরা৷ কারণ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে রোনাল্ডোদের খেলাটাই তো আর দেখা হবে না ওই ‘হতভাগ্য’ সমর্থকদের৷