You are here
Home > খেলা > কম বেতনে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন ইনজামাম

কম বেতনে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক হলেন ইনজামাম

ইনজামাম-উল হক

লোকে বেশি বেতন পেলে নতুন চাকরি ধরে, সেখানে কম বেতনে চাকরি নিলেন ইনজামাম-উল হক।

আফগানিম্তানের প্রধান কোচ হিসেবে কাজ করার সময় মাসে ১২ লাখ পাকিস্তানি রুপি পেতেন ইনজামাম। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব নিলেন ইনজামাম মাসে মাত্র চার লাখ রুপিতে!

সোমবার  পিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

ইনজামামের সঙ্গে পাকিস্তানের দল নির্বাচনে কাজ করবেন সাবেক ওপেনিং ব্যাটসম্যান ওয়াজ্জাহাতুল্লাহ ওয়াস্তি, অফ স্পিনার তৌসিফ আহমেদ এবং পেস-বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দার। নতুন গঠিত নির্বাচক প্যানেলকে কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে ২০১২-১৩ মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক ছিলেন ইনজামাম।

নতুন দায়িত্ব নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, পাকিস্তানের জন্য অনেক খেলেছি, প্রথমবারের মতো এ দায়িত্বে এসেছি। পিসিবি আমাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিয়েছে। আফগান ক্রিকেট বোর্ডকেও আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে জাতীয় দায়িত্ব পালনের জন্য ছেড়ে দিয়েছে।

Top