You are here
Home > খেলা > প্রতিপক্ষের খেলোয়াড়কে চড় মারলেন নেইমার

প্রতিপক্ষের খেলোয়াড়কে চড় মারলেন নেইমার

প্রতিপক্ষের খেলোয়াড়কে চড় মারলেন নেইমার

ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলের হারে স্বাভাবিক ভাবেই মেজাজ খারাপ ছিল নেইমারের। আর সেটা এতই খারাপ যে উদযাপনকারী প্রতিপক্ষ খেলোয়াড় ফুটবলার আন্তোনিও বারাগানকে চড়ই মেরে বসেছেন তিনি।

মৌসুমের শেষে একের পর এক হারে প্রায় নিঃস্ব হওয়ার পথে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে কালকের ম্যাচটি ছিল খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর। কিন্তু উল্টো হেরেই বসল তারা। রাগে, দুঃখে, হতাশায় বারাগানের উদ্‌যাপনটা হয়তো সহ্যই করতে পারেননি ব্রাজিলীয় তারকা। পেছন দিক দিয়ে গিয়ে বারাগানের গালে বসিয়ে দেন হালকা এক থাপড়।

ঘটনাটা রেফারির চোখের আড়ালেই ঘটেছে। নেইমার বারাগানকে আক্ষরিক অর্থে ঠিক ‘চড়’ মেরেছেন, এ কথা হয়তো বলা যাবে না, কিন্তু ভিডিও ফুটেজে যা দেখা গেছে, তা-ই নেইমারের বিপক্ষে যথেষ্ট। ফুটবলে মুখে আঘাত করা বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়; সেই আঘাতটা যত হালকাই হোক না কেন। নেইমার তাই আলতো চড় দিলেও কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। যদি নিষিদ্ধই হয়ে যান, তাতে বার্সেলোনার দুর্দশা আরও বাড়বে সন্দেহ নেই। গোল.কম

Top