You are here
Home > বিজ্ঞান বিশ্ব > ১২ বছর ফ্রিজে রাখা ভ্রুণ থেকে জন্ম হল শিশুর

১২ বছর ফ্রিজে রাখা ভ্রুণ থেকে জন্ম হল শিশুর

শিশুর জন্ম হতে কত দিন লাগে? ভাবছেন এ আবার এমন কি প্রশ্ন। নয় মাসের হিসেব কে না জানে? তবে শুনুন এই গল্প। নিষিক্ত হয়েছিল ১২ বছর আগে। তারপর এত দিন ভ্রুণ অবস্থাতেই ঘুমিয়ে ছিল ঠান্ডা ঘরে। এত দিন পর সেই ভ্রুণ থেকে জন্ম নিল ফুটফুটে এক শিশু। উত্তর-পূর্ব চিনের শাংক্সি প্রদেশের জি’আন হাসপাতালে জন্ম হল সেই শিশুর।

২০০৩ সালে এই হাসপাতালে ওভিডাক্ট অবস্ট্রাকটিভ ইনফার্টিলিটির সমস্যা নিয়ে এসেছিলেন এক দম্পতি। আইভিএফ পদ্ধতির সাহায্যে ওই বছরেরই অগাস্ট মাসে তৈরি হয় ১২টি ভ্রণ। তার মধ্যে সেরা ভ্রণটি থেকে পরের বছর মে মাসে জন্ম নেয় ওই দম্পতির সন্তান। বাকি সাতটি ভ্রণ তরল নাইট্রোজেনে সংরক্ষণ করে রাখা হয়।

২০১৫ সালে দ্বিতীয় সন্তান চেয়ে ফের হাসপাতালে যান ওই দম্পতি। ১২ বছর আগে সংরক্ষণ করে রাখা ভ্রুণ থেকেই এ বার তিনটি ভ্রুণ গর্ভে প্রতিস্থাপন করেন চিকিত্সকরা। গত বছর জুলাই মাসে প্রথম শোনা যায় হৃদস্পন্দন। কয়েক দিন আগে জন্ম হয়েছে এক ফুটফুটে শিশুর।

Top