You are here
Home > বিজ্ঞান বিশ্ব > পাপুয়া নিউ গিনিতে নতুন প্রজাতির কচ্ছপ আবিষ্কার

পাপুয়া নিউ গিনিতে নতুন প্রজাতির কচ্ছপ আবিষ্কার

পাপুয়া নিউ গিনিতে নতুন প্রজাতির কচ্ছপ আবিষ্কার

নতুন প্রজাতির কচ্ছপ আবিষ্কার করেছে প্রাণী বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউ গিনিতে এই কচ্ছপ পাওয়া গেছে। মিষ্টি পানিতে বসবাসকারী এই কচ্ছপ এর আগে কখনো দেখা যায়নি। খবর এএফপির।

পাপুয়া নিউ গিনি দেশটি পর্বতময় ও উষ্ণমন্ডলীয়। এর বহু অঞ্চল এখনো অজানা। জীব বৈচিত্র্যপূর্ণ এই অঞ্চল অত্যন্ত সুন্দর।

নতুন আবিষ্কৃত কচ্ছপের সঙ্গে এর তিন প্রজাতির মিল রয়েছে। এরা হচ্ছে এলসায়া নোভাগিনি, এলসায় সোলজি, এলসায়া রোডিনি। নিউ গিনি দ্বীপে এই তিন প্রজাতি কচ্ছপ পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল জার্নাল জুওটাক্সাতে নতুন প্রজাতির কচ্ছপ সম্পর্কে বলা হয়েছে।

নতুন আবিষ্কৃত কচ্ছপ চ্যালিডি গোত্রের। এদের দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় দেখা যায় বলে কেউ কেউ মনে করেন।

Top