
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আলোচনার কেন্দ্রে ছিল ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়। দলটির নেতারা মনে করছেন, এই মামলায় খালেদা জিয়ার সাজা হবে। সাজা হলে শক্ত আন্দোলন গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্র থেকে মাঠপর্যায়ের নেতারা।
গতকাল শনিবার বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলে দিনব্যাপী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা হয়।
এ সভার অনানুষ্ঠানিক বৈঠকে অনেক নেতাই তৃনমুলের একটি বিষয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন। জেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা বলেন, আমাদের গ্রেফতার হতে কোন বাঁধা নেই। গ্রেফতার এবং আন্দোলন দুটো একসাথে সমন্বয় করে চালিয়ে যেতে পারলে এ সরকার নিজেই দিশেহারা হয়ে পড়বে। কিন্তু এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হল আইনি সহায়তা।
দলের জন্য গ্রেফতার হলেও অনেক সময় দলীয় আইনজীবীরা টাকা ছাড়া কাজ করতে চান না। তাই এ বিষয়ে যদি দলের শীর্ষ পর্যায় থেকে সকল জাতীয়তাবাদী আইনজীবীদের একটি নির্দেশনা দেয়া যায়, তাহলে কারো মধ্যে আর গ্রেফতার ভীতি থাকবে না বলে মনে করেন সভায় আগত নেতারা। দলের জন্য গ্রেফতার হতেও তখন কেউ পিছ পা হবেনা।
কেন্দ্র থেকে বিষয়টি ভেবে দেখা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে নেতাদের।