
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি পরস্পর-বিরোধী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, নির্বাচনে অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবার তাতে দলের অংশ নেয়ার বিষয়টি জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ‘সবাই বলছে প্রহসণ, হত্যা, খুন হচ্ছে। আবার সবাই মিলে এই নির্বাচন করছে, এর কারণ কি? জনগণ আমাদেরকে যদি ডাবল স্ট্যান্ডার্ড দেখে তাহলে তো কিছু হবে না।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যে নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তন করবে না, সেই নির্বাচন কতোটা অর্থবহ হল তার কি প্রয়োজন? কি কারণে আমি ডাবল স্ট্যান্ডার্ডকে সাপোর্ট দিচ্ছি। এই নির্বাচনে অংশ নেয়ার মাধ্যমে আমরা সরকারের অপকর্মকে কি সমর্থন করলাম না?’
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ লোক নিয়ে আন্দোলন করলে তা সফল হবে না। সুশৃঙ্খল লাখ লাখ কর্মী থাকার পরও আমরা কেন আন্দোলন করতে পারছি না, তার জবাব খুঁজে বের করতে হবে। গুলশান-বনানীতে না থাকলে যাদের রাতের ঘুম হয় না তাদের দিয়ে আন্দোলন হবে না। শুধু পদ পদ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। সেই পদ পাওয়ার জন্য রাজপথে নেমে নিজের পদ সৃষ্টি করে নিতে হবে।’
গত বুধবারের ভূমিকম্প প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য মানুষের মনেও তীব্র ভুমিকম্প হচ্ছে। আর এই ভূমিকম্প এক সময় মনের ভিতর থেকে বাইরে বের হবেই। সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ যে কতো হবে তা সরকার অনুমান করতে পারছে না।’
‘যদি অনুমান করতে পারতো তাহলে সকলকে নিয়ে সমাধানের পথ খুঁজতো। আমার মতে, একটি গণতান্ত্রিক নির্বাচনি এই পথ থেকে উত্তোলনের এক মাত্র সমাধান’, বলেন গয়েশ্বর।
মুক্তিযোদ্ধা ইমতিয়াজ হোনের চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সুকমল বড়ুয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, লেখক গোলাম মোস্তফা ভুঁইয়াসহ প্রমুখ।