
প্রকৃতির সবখানেই যেন নতুন সুর। উৎসবের রঙ ছড়িয়ে এসেছে বাংলা নববর্ষ ১৪২৩। নতুন এই বছরকে এবার মানবতার গানে বরণ করে নিল ছায়ানট।
প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখের মূল আয়োজন হয় রমনা উদ্যানের অশ্বত্থমূলে, যা বটমূল হিসেবে পরিচিত।
ছায়ানটের আয়োজনে সকাল সোয়া ৬টার দিকে শুরু হওয়া বর্ষবরণের এ অনুষ্ঠানে সংগঠনটির প্রায় দেড়শ’ শিল্পী মানবতার গান পরিবেশন করেন। প্রভাতি এ আয়োজন শেষ হয় সকাল সাড়ে ৮টার দিকে।
রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে শামিল হতে ভোরেই সেখানে সমবেত হন নানা শ্রেণি, পেশা ও বয়সের মানুষ। তাদের পরনে ছিল রঙিন পোশাক।
এদিকে বর্ষবরণের মূল এই আয়োজন নির্বিঘ্ন করতে রমনার বটমূল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
শেষ পর্যন্ত কোনো বিঘ্ন ছাড়াই রমনার বটমূলে বর্ষবরণের মূল অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকসহ সংশ্লিষ্টরাও স্বস্তি প্রকাশ করেছেন।