
সরকারের পক্ষ থেকে দেশে ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার এমন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, এ সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট চালাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হবেন না। আপনাদের জীবন-মানের পরিপ্রেক্ষিতে আপনারাই জানেন আপনারা কেমন আছেন।’
তিনি আরও বলেন, ‘বিবিএস এর হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.০ শতাংশ। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন ৬.৭ শতাংশ। সরকারের প্রাক্কলন এ সংস্থা দুটির তুলনায় অনেক বেশি। সুতরাং বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তবতার আলোকে সঙ্গত কারণেই প্রবৃদ্ধির হার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।’