
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার সদর উপজেলার লক্ষীদাড়ি সীমান্ত থেকে থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। রোববার সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় বিজিবি।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহামান জানান, ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি দল লক্ষ্মীদাড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের সাব পিলার দুই/তিন এর ৭০ গজ ভেতরে অভিযান চালায়। ওই সময় বিপুল গহনা জব্দ করা হলেও কোনো চোরা কারবারীকে আটক করা সম্ভব হয়নি। গহনাগুলো প্রাথমিকভাবে হীরার বলে মনে হয়েছে। পরে গহনাগুলো হীরার কিনা তা নিশ্চিত হওয়ার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায় জব্দকৃত গহনাগুলো আসল হীরার।
উদ্ধার করা গহনার মধ্যে রয়েছে ৯৭টি আংটি, ২০টি লকেট ও ৫০টি নাকফুল। এসব গহনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।