You are here
Home > জাতীয় > সিলেটের পথে খালেদা জিয়া

সিলেটের পথে খালেদা জিয়া

সিলেটের পথে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ
আজ সোমবার হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করার উদ্দেশে এক দিনের সফরে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন তিনি। খালেদা জিয়ার গাড়িবহর যাওয়ার সময় সড়কের পাশে উৎসুক জনতা ও নেতা-কর্মীরা ভীর করেন।

যাত্রার আগে এটা কোনো নির্বাচনী সফর কি না, জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা কোনো নির্বাচনী প্রচারণা নয়। খালেদা জিয়া মাজার জিয়ারতে যাচ্ছেন।

সিলেটে পৌঁছে তিনি সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন।

সাংগঠনিক কোনো কাজ কিংবা নির্বাচনী প্রচারণা শুরু করার আগে বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সিলেটে মাজার জিয়ারত করার রেওয়াজ রয়েছে। গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও সিলেট সফর করে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সিলেট সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা। খালেদা জিয়া সর্বশেষ সিলেটে গিয়েছিলেন দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর। সে সময় সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০ দলীয় জোটের জনসভায় ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন।

Top