
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, কিছু করলেও হাসিনা সরকার আমাদেরকে জেলে নিবে, না করলেও নিবে , তাই আসুন কিছু করে বা কিছু বলেই জেলে যাই ।
ভারত-বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যৌথ প্রযোজনায় বর্তমানে বাংলাদেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজম্ম ৭১ আয়োজিত রাজনীতির অস্থিরতা ও গণতন্ত্রের ভবিষৎ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, আপনি ( সরকার) কি গ্যারান্টি দিতে পারেন। জামায়াতকে নিষিদ্ধ করলেই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে । উপজেলা , ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতি হবে না । তাহলে আসুন আমরা সবাই মিলে জামায়াতকে নিষিদ্ধ করি। আমরা জানি আপনারা সে গ্যারান্টি দিতে পারেন না ।
গয়েশ্বর চন্দ্র বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াত দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ঠিকই , কিন্তু এ দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করেই তারা রাজনীতি করছে ।
দেশের বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, বিচার বিভাগকে আগে নিশ্চিত করতে হবে , তারা স্বাধীনভাবে কাজ করবেন, না আইন মন্ত্রী ও কামরুলের ফোনের অপেক্ষায় থাকবেন ।
সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সাংসদ সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, ঢকা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।