
দেশব্যাপী শুক্রবার (১০ জুন) থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। ৭ দিনের এ অভিযানে রাজধানীসহ সারাদেশে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানের সময় দেশের বিভিন্ন স্থানে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত এবং ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। যদিও সাঁড়াশি অভিযান শুরু আগে আরও চারজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে বলেছে, এদের মধ্যে জঙ্গী সন্দেহে ৪৮ জনকে আটক করা হয়েছে। আর এই নিয়ে পুলিশের অভিযানে আটককৃত অভিযুক্ত জঙ্গীর সংখ্যা দাড়ালো ৮৫ জনে। এর আগে পুলিশ জঙ্গী সন্দেহে ৩৭ জনকে আটক করে।
সারা বাংলাদেশে শুক্রবার শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই অন্তত নয়শোজনকে আটক করা হয়।
পুলিশ বলছে, জঙ্গী এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে।