
পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে নগরীর পাঁচলাইশ শোলকবহর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি বিশেষ দল শোলকবহরের বড়গ্যারেজ এলাকায় অভিযান চালায়।
এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পায়। পরে এটি উদ্ধার করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা মোটর সাইকেলটি সনাক্ত করতে পেরেছিলেন। আর সে কারণেই মোটর সাইকেলটি ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।