
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত।
মঙ্গলবার সকালে এ আদেশ দেয়া হয়। গুলশান থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৬ মে তার বিরুদ্ধে মামলা করা হয়। সরকারকে উচ্ছেদের জন্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করেন আসলাম চৌধুরী।
তার বিরুদ্ধে নাশকতার অপর দুই মামলায় আগামী ৬ জুন রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আসলাম চৌধুরীকে গত ১৫ মে রাজধানীর কুরিল বিশ্বরোড থেকে আটক করে পুলিশ।