
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি জনগণ নয়, ভারতকে সন্তুষ্ট করেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কারণ তাদের আবদার পূরণ করেই এখন তারা ক্ষমতায় আছে ।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে এমন পরিস্থিতি বিরাজ করছে যে সরকারের বিরুদ্ধে কিছু বললেই জেলে যেতে হবে। গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা নেই। গণমাধ্যম আওয়ামী জালিম সরকারের কাছে বন্দি হয়ে আছে। সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহবানে সাড়া দিয়ে গণতন্ত্রের আন্দোলনকে সফল করার আহবান জানান তিনি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ‘ডোমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত’ প্রয়াত সাংবাদিক সাদেক খান স্মরণে শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে রাখেন গণস্বাস্থ্য ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রমুখ।
১/১১ প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান শাসকদল আওয়ামী লীগ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে কিছু দিনের মধ্যেই আমাদের জেলে যেতে হবে। তবে এমনকি ভাবার কোনো কারণ নেই যে জেলখানায় শুধু আমরাই যাবো,অল্প কিছু দিনের মধ্যে সেখানে তাদের সঙ্গেও দেখা হবে।