
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রাজধানীসহ সারাদেশে উন্মুক্ত স্থানে বিকেল ৫টার মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পয়লা বৈশাখ উৎযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা এবার পয়লা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছি। দেশের যেখানেই উন্মুক্ত স্থানে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে, আয়োজকদের তা বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। শিগগিরই আমরা ৫টার পরে অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করব।’
তিনি বলেন, ‘পয়লা বৈশাখে সন্ধ্যা ৬টার পর রমনার বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জনসাধারণকে থাকতে দেয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে সারাদেশের সব বৈশাখের অনুষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পয়লা বৈশাখে ভুভুজেলা বা যেকোনো উচ্চ শব্দের বাঁশি বাজানো এবং মুখোশ দিয়ে মুখ ঢাকাও নিয়ন্ত্রণ করা হবে। সকালে চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় তরুণ থেকে বৃদ্ধ সবাই নানা রঙের মুখোশ পরে অংশ নেন।
গত বছরের নারী লাঞ্ছনার ঘটনায় কাউকে চিহ্নিত করা গেছে কি না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নামে। ব্যাপক ভিড় থাকে। সিসিটিভির ফুটেজ অস্পষ্ট, পরিষ্কার বোঝা যায় না। তার পরও আইনশৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করে একজনকে চিহ্নিত করতে পেরেছে। এখন তাঁকে বিচারের আওতায় আনা হয়েছে।’