You are here
Home > জাতীয় > অবশেষে বেকার নার্সদের সঙ্গে বসছেন স্বাস্থ্যমন্ত্রী

অবশেষে বেকার নার্সদের সঙ্গে বসছেন স্বাস্থ্যমন্ত্রী

নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার

আন্দোলনরত বেকার নার্সদের নতুন কর্মসূচির নার্স প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

প্রতিশ্রুতি বজায় না রেখে বরং কথার বরখেলাপ করে ‘আমার কিছু করার নেই’ বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করায় ও বার বার যোগাযোগ করেও আন্দোলনরত নার্স নেতৃবৃন্দ মন্ত্রীর দেখা না পাওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তার ধানমণ্ডিস্থ বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরুর কথা ছিল। এর আগেই মন্ত্রী নমনীয় হয়ে মঙ্গলবার বিকেলে নার্স প্রতিনিধিদের সঙ্গে বসতে যাচ্ছেন।

বিকেলে ৪টায় সচিবালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।

গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস বাস্তবায়ন না করে পিএসসির নার্স নিয়োগ পরীক্ষার দিন নির্ধারণের প্রতিবাদে আবারও তিনদিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন বেকার নার্সরা।

Top