You are here
Home > জাতীয় > ‘সুইফট প্রকৌশলীদের অবহেলায় রিজার্ভ চুরি সহজ হয়’

‘সুইফট প্রকৌশলীদের অবহেলায় রিজার্ভ চুরি সহজ হয়’

বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরির ৩ মাস আগে সুইফটের প্রকৌশলীরা বাংলাদেশ ব্যাংকের সুইফট ম্যাসেঞ্জিং প্লাটফর্মের সাথে নতুন যে ট্রানজেকশন সিস্টেমের সংযোজন করেছিল, সে সিস্টেমেই ত্রুটি ছিল বলে সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে সিআইডি।

আর এ অবহেলার কারণেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সহজেই অর্থ চুরি করতে পেরেছিলো বলে মনে করে সিআইডি। রয়টার্সকে সিআইডি’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম জানান, সুইফটের প্রকৌশলীরা প্রথমবারের মতো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের সাথে সুইফটের নেটওয়ার্ক সংযুক্ত করে যায়।

যেখানে বেশ কিছু লুপ হোল খুঁজে পাওয়ার কথাও জানায় সিআইডি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এ সিস্টেম সংযোজনের সময় যে নিরাপত্তা ব্যবস্থা সুইফটের পক্ষ থেকে নিতে বলা হয়েছিলো, প্রকৌশলীরা তা অনুসরণ করেনি। এমনকি নতুন প্লাটফর্মের সাইবার নিরাপত্তার জন্য কোন ফায়ারওয়াল ছিলো না বলেও জানায় সিআইডি।

Top