You are here
Home > জাতীয় > রিজার্ভ চুরির প্রায় ৫৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

রিজার্ভ চুরির প্রায় ৫৩ লাখ ডলার ফেরত দিলেন কিম অং

কাম সিন অং ওরফে কিম অং

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে আরো প্রায় ৫৩ লাখ ডলার ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল, এএমএলসি’কে ফেরত দিয়েছেন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং।

বুধবার চতুর্থ দফায় এই অর্থ ফেরত দিলেন কিম। এর আগে তিন দফায় মোট ১ কোটি ডলার ফেরত দেন তিনি। ফিলিপিন্সের দুর্নীতি বিরোধী ব্লু- রিবন সিনেট কমিটির কাছে ১ কোটি ৫৩ লাখ ডলার ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিম। অর্থ ফেরত দিয়ে কিম বলেন, তিনি এক কথার মানুষ।

ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার মাধ্যমে কিম এবং তার প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেজার গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি করে। আগামী ১২মে ফিলিপিন্স সিনেটে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

Top