You are here
Home > জাতীয় > ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সংশয়

৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সংশয়

৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সংশয়

চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে সরকারের পক্ষ থেকে দেওয়া সাময়িক হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সংশয় প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, ‘রফতানি ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছাড়া অর্থনীতির অন্য যে সূচকগুলো রয়েছে তাতে প্রবৃদ্ধি আগের অর্থ বছরের চেয়ে কম। ফলে সরকারের পক্ষ থেকে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে হিসাব দেওয়া হচ্ছে তার সঙ্গে আমাদের হিসেব মিলছে না।’

তবে প্রবৃদ্ধি নিয়ে সংখ্যাগত বিতর্কে না গিয়ে টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রতি মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন ড. জাহিদ। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রবৃদ্ধি অত্যন্ত ভালো। বাংলাদেশসহ বিশ্বের মাত্র ১২টি দেশ ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা ধরে রেখেছে। তাই সংখ্যা নিয়ে বিতর্কে না গিয়ে প্রবৃদ্ধি যাতে টেকসই হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।’

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানও প্রবৃদ্ধির নিয়ে বিতর্ক না করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রবৃদ্ধির প্রক্ষেপণ নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়। টেকসই প্রবৃদ্ধি অর্জনে জন্য বিনিয়োগ বাড়ানোর দিকে মনোযোগী হতে হবে, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ।’

Top