You are here
Home > জাতীয় > ‘মশাল’ প্রতীক নিয়ে ইসিকে উকিল নোটিস

‘মশাল’ প্রতীক নিয়ে ইসিকে উকিল নোটিস

দুই পক্ষেই আলো ছড়াবে মশাল

মশাল প্রতীক না পেয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশ নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ায় এ নোটিশ পাঠানো হয়।

এ অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের পক্ষে আইনজীবী ড. শাহদীন মালিক রোববার এ উকিল নোটিশ পাঠান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শরীফ নূরুল আম্বিয়া বলেন, আমরা উকিল নোটিশ পাঠিয়েছি। পাশাপশি ‘মশাল’ প্রতীক নিয়ে ইসির  সিদ্ধান্ত বতিলের দাবি জানিয়ে এসেছি।

জাসদের নেতৃত্ব নিয়ে বিরোধের কারণে সম্প্রতি দলটি দুটি অংশে বিভক্ত হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত দলটির কোন অংশ দলের ‘মশাল’ প্রতীক পাবে, তা নিয়ে ইসি শুনানিও করেছে।

এরপর ইসি মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Top