
শিক্ষার সুযোগ সার্বজনীন এবং উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে নিজ কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের ৩য় সভায় প্রধানমন্ত্রী একথা জানান।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নেয়া শিক্ষা সংক্রান্ত উদ্যোগগুলো পরবর্তী সরকার বাতিল করে দিয়েছিলো।
তিনি জানান, এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কেউ করতে না পারে সেজন্য সরকার ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি তহবিল গঠন করেছে।
ইতোমধ্যে তহবিলে এক হাজার কোটি টাকা দেয়া হয়েছে। এই তহবিল থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃত্তি দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট সিনিয়র সচিব ও সচিবরা এই সভায় উপস্থিত ছিলেন।