
সাপকে ভয় পেলে চলবে না। যদি ভয় পান, তাহলে আপনি বঞ্চিত হতে চলেছেন সৌন্দর্য্যচর্চার একটা বড় দিগন্ত থেকে।
ইন্দেনেশিয়ায় সাপের ব্যাবহারটাই বিশ্বের অন্য জায়াগার চাইতে আলাদা। জাকার্তার ‘বালি হেরিটেজ রিফ্লেক্সোলজি অ্যান্ড স্পা’ নামের সংস্থাটি সাপকে ব্যবহার করছে ম্যাসাজের কাজে। খোলা পিঠে অথবা পেটের উপরে পাইথন অথবা অন্য সাপকে ছেড়ে দেওয়া হয়। বিসর্পিল বিভঙ্গে তারা বিহার করতে থাকে সুন্দরীদের শ্রীঅঙ্গে। সাপের শরীরের ভার আর তাদের চলনভঙ্গিমা ম্যাসাজ-প্রার্থিনীর শরীরে এমন এক হিল্লোল তোলে, যার চরিত্র অনির্বচনীয়।
সেই সাপ কিন্তু কামড়ায় না। মানে, কামড়াতে পারে না। তদের মুখ টেপ দিয়ে আটকানো থাকে। আর সবার আগে তাদের নির্বিষ করানো হয়ে থাকে। গায়ে ছাড়ার আগে পাইথনদের পেট ভরে খরগোস খাইয়ে দেওয়া হয়, যাতে তার কোনও বেগড়বাঁই না করে।