You are here
Home > কৌতুক > এবারের বিষয়: প্রেম-ভালোবাসা-বিয়ে

এবারের বিষয়: প্রেম-ভালোবাসা-বিয়ে

প্রেম-ভালোবাসা-বিয়ে

♦ বিয়ের আগে বাঘ
বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই, তুমি অযথা নাচছো কেন?’
গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’
বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’
‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’—গাধার উত্তর।

♦ পৃথিবীর সবচেয়ে ছোট রূপকথা
বহু বহু বছর আগের কথা। এক দেশে ছিল এক ছেলে আর এক মেয়ে। একদিন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করিল, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’
মেয়েটি উত্তর দিল, ‘না।’
অতঃপর ছেলেটি সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল।

♦ সুখ
দুই বন্ধুতে কথা হচ্ছে।
১ম বন্ধু: আচ্ছা, বিয়ের পর তোরা দুজন কি সুখে আছিস?
২য় বন্ধু: অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।
১ম বন্ধু: বাহ্! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?
২য় বন্ধু: ও যায় বুধবার, আর আমি শনিবার।

♦ নারী এত সুন্দরী
নারীবিদ্বেষী এক যুবক ঈশ্বরকে জিজ্ঞেস করল—হে ঈশ্বর, তুমি নারীকে এত সুন্দরী বানিয়েছ কেন?
—যাতে তুমি তাকে ভালোবাস।
—তাহলে ঈশ্বর, তুমি নারীকে এত বোকা বানিয়েছ কেন?
—যাতে সে তোমাকে ভালোবাসে।

♦ ছাদ
মেয়ে : মা সুমন বলেছে আমি ওকে বিয়ে করতে রাজি হলে পুরো পৃথিবীটা ও আমার পায়ের তলায় এনে দেব।
মা : পৃথিবী তোমার পায়ের তলাতেই আছে। তোমার এখন দরকার মাথার উপর ছাদ। সেটা ও দিতে পারবে কি না জিজ্ঞেস করেছ?

♦ বিয়ের মধ্যে পার্থক্য
অ্যারেঞ্জ ম্যারেজ আর প্রেমের বিয়ের মধ্যে পার্থক্য বের করতে যাওয়া আসলে আহাম্মকি ছাড়া আর কিছু না।ব্যাপারটা আসলে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা আর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার মধ্যে পার্থক্য নিরূপণের মতো বিষয়।

♦ ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য
দুই বন্ধু রঞ্জু আর সঞ্জুর মধ্যে কথা হচ্ছে—
রঞ্জু: বল তো, ঘটা করে বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য কী?
সঞ্জু: এটা তো খুবই সোজা।
রঞ্জু: আহা বল না।
সঞ্জু: শোন, পার্থক্যটা খুবই সাধারণ। প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর ঘটা করে বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।

♦ আপাতত চা
মজনু গেছে পাত্রী দেখতে।
পাত্রীর বাবা: ব্যাটা, তুমি মদ খাও নাকি?
মজনু: না না আঙ্কেল, আপাতত চা হলেই চলবে!

♦ সাহস
দিয়া: বুঝলি, সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছিল। কিন্তু কাজি সাহেব যখনই আমাদের বিয়ে পড়ানো শুরু করলেন, ইফতি তখনই দৌড়ে পালিয়ে গেল।
মৌটুসী: কেন? সাহস হারিয়ে ফেলেছিল বুঝি?
দিয়া: না, সাহস ফিরে পেয়েছিল!

♦ বস সব সময় একজনই
রানা: বিয়ের পর তোর জীবনে কী পরিবর্তন এসেছে বল তো?
রতন: কদিন পর পর চাকরি বদল করলেও আমার বস সব সময় একজনই থাকে!

Top