You are here
Home > আন্তর্জাতিক > তুরস্কের পার্লামেন্টে সরকারী ও বিরোধী দলের ব্যাপক মারামারি

তুরস্কের পার্লামেন্টে সরকারী ও বিরোধী দলের ব্যাপক মারামারি

তুরস্কের পার্লামেন্টে সরকারী ও বিরোধী দলের ব্যাপক মারামারি

তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি) ও বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্যদের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। পার্লামেন্টে একটি বিল পাসের বিষয়ে বিতর্ক শুরু হলে পরে তা সংঘর্ষে রূপ নেয়।

দেশটির সংবিধান সংশোধনের ওপর আনা বিলের বিতর্কের মাঝেই ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (একেপি) ও বিরোধী দল কুর্দিস পিপল’স ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে একই ধরনের ঘটনা ঘটে। পরে ওই বিল পাসের বিষয়ে সোমবার বিতর্ক শুরু হবে বলে সময় নির্ধারণ করা হয়।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কিল-ঘুষি বিনিময়ের পাশাপাশি টেবিলের ওপর উঠে একে অপরের দিকে পানির বোতল ছুড়ে মারছেন সাংসদরা।

Top