You are here
Home > আন্তর্জাতিক > ভারতীয় ইংরেজীকে ব্যঙ্গ করলেন ডোনাল্ড ট্রাম্প!

ভারতীয় ইংরেজীকে ব্যঙ্গ করলেন ডোনাল্ড ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প

কথায় আছে কয়লা ধুলে ময়লা যায় না আর মরলেও স্বভাব যায় না। যেদিন থেকে মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনের জন্য প্রচার শুরু হয়েছে সেদিন থেকেই শিরোনামে রিপাবলিকানের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিতর্কিত মন্তব্য, নানা অঙ্গভঙ্গি তাঁকে সবসময়ই খবরের শিরোনামে রেখেছে। এবার ডোনাল্ড ট্রাম্পের ‘নিশানায়’ভারতের কলসেন্টার কর্মী।

ডেলাওয়ারে একটি নির্বাচনী সভায় ভারতীয় অ্যাকসেন্ট নকল করে তিনি ব্যঙ্গ করলেন ভারতীয় কলসেন্টার কর্মীদের।

তবে, তাঁর দাবি, এটা তাঁদের অপমান করতে নয়। বা ভারতের প্রতি তাঁর কোনও বিদ্বেষও নেই। এটা শুধুমাত্রই তাঁর পূর্বসূরীদের আউটসোর্সিং পৃষ্ঠপোষকতার কুফল বোঝানোর জন্য।

কী বললেন ডোনাল্ড ট্রাম্প? শুনে নেব ভিডিওতে-

Top