
আলজেরিয়ায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ সেনা নিহত হয়েছে। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের প্রদেশ আদরারের রেগ্গানি এলাকায় এমআই-১৭১ হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এতে ১২ সেনা নিহত ও দুইজন আহত হয়েছে।
উপ প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান আহমেদ গাইদ সালাহ বলেছেন, ‘ দুর্ঘটনার কারণ তদন্তে দ্রুত কমিটি গঠণের নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারি সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পূর্ব আলজেরিয়ায় ৭৭ জন নিহত হয়েছিল।