
নানা আচারের মধ্য দিয়ে বর্ষবরণ করল বাঙালিরা। তার মধ্যে সুন্দরতা থাকে, অস্বাভাবিকতার অবকাশ থাকে না। তবে দক্ষিণ ভারতের কন্নড়, তেলেগু ভাষাভাষীর লোকেরা একেবারে অন্যভাবে নববর্ষ পালন করে থাকে।
কন্নড় বা তেলেগুদের নববর্ষকে স্থানীয় ভাষায় বলে ‘যুগাদি’। অর্থাৎ যুগ ও আদি অর্থাৎ যুগের বা বছরের শুরু। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রে এই উৎসব পালিত হয়। গত সপ্তাহের শুক্রবার যুগাদি অনুষ্ঠান পালিত হয়েছে।
দক্ষিণ ভারতে যেমন এই নববর্ষ অনুষ্ঠানটি ‘যুগাদি’ নামে খ্যাত তেমনই মহারাষ্ট্রে মারাঠি ভাষাভাষীর লোকের কাছে তা ‘গুড়ি পাডওয়া’ নামে পরিচিত। এই একইদিনে রাজস্থানীরাও উৎসব পালন করে। তবে তার নাম থাপনা।
নিজেই একবার ভিডিওতে দেখুন না কিভাবে কর্ণাটকের হাবলি জেলার মানুষেরা জ্বলন্ত কয়লাকে গায়ে ঢেলে, হাতে ধরে ছিটিয়ে নিজেদের নববর্ষকে পালন করছেন।